রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

প্রবাসীর ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে পালালেন পুলিশ কর্মকর্তা, অতঃপর…


জনতার হাতে আটক পুলিশের এসআই আমিনুল ইসলাম (গোল চিহ্নিত ব্যক্তি)। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৯ মে, ২০২৪ ৮:১৭ : অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালানোর সময় আমিনুল ইসলাম নামে পুলিশের এক এসআইকে আটক করেছে জনতা। এসময় সেই পুলিশ সদস্যের এক সোর্সকেও আটক করা হয়। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আজ রোববার বিকেলে আখতারুজ্জামান ফ্লাইওভারে খুলশী থানার অংশে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, আব্দুল খালেক নামে এক ব্যক্তি বিদেশ থেকে তার ভাইয়ের পাঠানো ১৬ ভরি স্বর্ণ নিয়ে কোতোয়ালীর দিকে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে নগরীর টাইগারপাস এলাকায় তার গাড়ি থামিয়ে নগরীর খুলসী থানার এসআই আমিনুল ইসলাম ও তার এক সোর্স স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদেরকে ধরে ফেলে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান বলেন, এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় নগরের খুলশী থানার এসআই আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর