বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ | ১ মাঘ, ১৪৩১ | ১৪ রজব, ১৪৪৬

মূলপাতা জাতীয়

বাংলাদেশি ফুচকা সেরা: ডোনাল্ড লু



রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ১৪ মে ২০২৪, ১০:০২ অপরাহ্ণ

বাংলাদেশি ফুচকার প্রশংসায় পঞ্চমুখ মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ঢাকায় এসে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে সঙ্গে নিয়ে ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিয়েছেন তিনি।

এ সময় ডোনাল্ড লু রাষ্ট্রদূত পিটার হাসকে বলেন, ‘বাংলাদেশের ফুচকা ইজ দ্য বেস্ট।’

আজ মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুকে এক ভিডিও ক্লিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিচ্ছেন।

সেলিব্রিটি শেফ রহিমা সুলতানার ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিয়েছেন তারা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার ঢাকায় এসেছেন।

আরও পড়ুন: ঢাকায় ডোনাল্ড লু

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর