বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ২২ মাঘ, ১৪৩১ | ৫ শাবান, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা



রাজনীতি সংবাদ প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশের সময় : ১৩ মে ২০২৪, ১২:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবিরে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিকে নিজঘর থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

আজ সোমবার ভোরে রোহিঙ্গা ক্যাম্পে এক্সটেনশনের হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত মো. ইলিয়াস (৪৩) রোহিঙ্গা ক্যাম্প-৪-এর ‘সি’ ব্লকের আবুল কাশেমের ছেলে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন বলেন, ভোরের দিকে ইলিয়াসের ঘরের দরজা ভেঙে অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী প্রবেশ করে। তারা তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে যায়। সেখানেই ইলিয়াসকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

ওসি আরও বলেন, খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইলিয়াসের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে তার মরদেহ পাঠানো হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর