মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

পাশের হার সামান্য বাড়লেও কমেছে জিপিএ-৫



রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ১২ মে ২০২৪, ১২:৩৪ অপরাহ্ণ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ করা হয়েছে। গতবারের চেয়ে এবার পাসের হার সামান্য বাড়লেও কমেছে জিপিএ-৫।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। যা গতবারের চেয়ে ২.৬৫ শতাংশ বেশি। গত বছর পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮। সেই হিসেবে এবার জিপিএ-৫ কম পেয়েছে ১ হাজার ৪৪৯ জন।

এবার ছাত্রদের পাসের হার ৮১.৫৭ শতাংশ, ছাত্রীদের পাসের হার ৮৪.৪৭।

এ বছর সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার হলো ৮৩.৭৭ শতাংশ; গতবার ছিল ৮০.৯৪ শতাংশ।। মাদ্রাসা শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৭৯.৬৬ শতাংশ; গত বছর ছিল ৭৪.৭০ শতাংশ। আর কারিগরি শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৮১.৩৮ শতাংশ, গতবার ছিল ৮৬.৩৫ শতাংশ।

এবার নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮৪৩ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫৯ হাজার ২২০ জন। সেই হিসেবে এবার জিপিএ-৫ বেশি পেয়েছে ৪ হাজার ৬২৩ জন।

মাদ্রাসা বোর্ডের অধীনে এবার জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ২০৬ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ২১৩ জন। এবার জিপিএ-৫ এর সংখ্যা দ্বিগুনের বেশি বেড়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৮ জন। গত বছরের চেয়ে চারগুনের বেশি জিপিএ-৫ কমেছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ১৪৫ জন।

চলতি বছর সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন।

নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে এবার দাখিল পরীক্ষা দেন ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।

আরও পড়ুন: 

এসএসসিতে পাশের হারে এগিয়ে যশোর, পিছিয়ে সিলেট

এসএসসি ও সমমান পরীক্ষার ফল যেভাবে জানা যাবে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর