শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

আন্তর্জাতিকভাবে ও দেশের ভেতরের অনেকেই দুর্ভিক্ষ সৃষ্টির চেষ্টা করছে: কাদের


ওবায়দুল কাদের। ফাইল ছবি

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১২ মে, ২০২৪ ৭:৩৩ : অপরাহ্ণ

আন্তর্জাতিকভাবে ও দেশের ভেতরের অনেকেই দুর্ভিক্ষ সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক বিফ্রিংয়ে তিনি এ দাবি করেন।

সরকার ভাবছে নির্বাচনের আগে যে চাপ ছিল সেটা কমে গেছে কিন্তু চাপ আরও বেড়েছে-বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা নির্বাচনের আগেই বলেছিলেন, নির্বাচনের পর দুর্ভিক্ষ সৃষ্টির পাঁয়তারা চলছে। নেতাকর্মীদের তিনি এ ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন। কাজেই আপনারাও (সাংবাদিক) জানেন যে, কথাটা (ফখরুলের বক্তব্য) সত্য নয়। শেখ হাসিনা কিন্তু বলেননি নির্বাচন হলেই সংকট কেটে যাবে। তিনি বলেছিলেন, দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে। সে চেষ্টা অনেকেই করছেন, আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরে।’

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’য়ের বাংলাদেশ সফর ঘিরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে-এ প্রসঙ্গে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা কোনো উত্তাপ ছড়াতে চাইনি। আমরা বিএনপির হাসিখুশি ভাব দেখলাম, হঠাৎ চাঙা হয়ে গেছে। সামনেতো আর কিছু নেই। এখন ডোনাল্ড লু এসে সামনে কিছু করার অভিসন্ধি আছে কিনা সেটা বিএনপিই ভালো জানে। আমাদের সঙ্গে তাঁদের আলোচনা হবে। আমেরিকার সঙ্গে আমাদের যে সম্পর্ক, প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেটার ফলোআপ করার জন্যই আসছেন ডোনাল্ড লু। আমরা সেটাই মনে করি।’

আরও পড়ুন: আবার ঢাকায় আসছেন ডোনাল্ড লু

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ঢাকা সফরে আসছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন। এখন বিএনপি মনে করে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কিনা-এ ধরনের উদ্ভট চিন্তাও তাদের থাকতে পারে। তারা তো এমন অনেক উদ্ভট চিন্তা করে প্রলাপ বকছিল বারবার। জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বেসামাল হয়ে পড়েছে।’

অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে-মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে ফখরুল সাহেব পরিষ্কার করে বলবেন কি? একটা নির্বাচিত সরকার ৪২ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করেছে। নিরপেক্ষ নির্বাচন বলতে যা বোঝায়, সেই রকম একটা নির্বাচন করতে নির্বাচন কমিশন করতে সক্ষম হয়েছে।’

আরও পড়ুন: আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: মির্জা ফখরুল

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর