মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয় পার্টি

সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপেছে: জি এম কাদের


জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ১১ মে ২০২৪, ৬:২১ অপরাহ্ণ

বর্তমান সরকার শক্তি-সামর্থ্য দিয়ে এই দেশটাকে দখল করে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেন, ‘বর্তমান সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপে বসেছে। জনগণের কথায় সে চলে না, তার কথায় জনগণকে চলতে বাধ্য করছে। এখন জনগণের কথার কোনো দাম নেই। এটি হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য।’

আজ শনিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে দলটির ঢাকা মহানগর উত্তর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে বর্তমান সময়ের মত এত বৈষম্য আর হয়নি। যারা সরকারি দল করে তারা সব ধরনের নিয়ম নীতির বাইরে। সব ধরনের সুযোগ-সুবিধা নিচ্ছে তারা। একটা শক্তিশালী গোষ্ঠী তৈরি হয়েছে, তাদের রাজনৈতিক দল বলে মনে হয় না। বৈষম্য সৃষ্টির জন্য কোন পুরস্কার থাকলে বাংলাদেশের বর্তমান সরকার নোবেল প্রাইজ পেতো।’

জাতীয় সংসদের এই বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমি একটা দেশ পেলাম। আমার দেশের প্রজারা বলবেন, আমিই চালাব, আমিই সরকার গঠন করব, আমিই সরকার পরিবর্তন করব। কিন্তু এখন দেখেন, সেই অর্জন, প্রজাদের সেই মালিকানা ছিনতাই হয়ে গেছে। মালিকানা তাদের হাতে নেই! এটা হলো বাস্তব কথা।’

জি এম কাদের বলেন, ‘আমাদের কিছু জায়গা দিয়েছে, এটাই হলো আমাদের সর্বনাশ। কারণ আমাদের যারা কিছু সুযোগ-সুবিধা পাচ্ছেন, উনারা এই সুযোগ-সুবিধা ভোগ করতে ইচ্ছুক। তারা কঠিন পথে যেতে চাচ্ছেন না। জনগণকে উদ্ধার করার জন্য তারা যেতে পারছেন না। সে জন্য আমাদের ওইভাবে সামনের দিকে প্রস্তুত থাকতে হবে। যদি রাজনীতি করতে হয়, কেননা সামনের দিকে আর কোনো রাজনীতি থাকবে না। আমি দেখছি যেটা, এইভাবে চলতে থাকলে সামনের দিকে বাংলাদেশে…এখনো বিরাজনীতিকরণ চলছে দেশে। জনগণকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে।’

জাতীয় সংসদের এই বিরোধীদলীয় নেতা বলেন, ‘ইলেকশনগুলোতে দেখেছেন লোক যায় না। আজকাল লোকে বলে, আমরা গেলেই কী হবে, না গেলেই বা কী হবে?’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর