শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা অর্থ-বাণিজ্য

রিজার্ভ কমে ১৯ বিলিয়নের ঘরে



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ মে, ২০২৪ ৮:৪৪ : অপরাহ্ণ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত কয়েক মাস ধরে কমে যাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক আমদানি চাহিদা মেটাতে প্রতিদিন ডলার বিক্রি করছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভ এখন ১৯ দশমিক ৮৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বুধবারের তথ্য অনুযায়ী, প্রায় এক মাস ধরে রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে আছে। গত ৩০ এপ্রিল পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুযায়ী বৈদেশিক মুদ্রার এই হিসাব করা হয়েছে।

এদিকে রিজার্ভ না বাড়ায় আইএমএফ ঋণের চতুর্থ কিস্তিতে বাংলাদেশের জন্য নিট আন্তর্জাতিক রিজার্ভের (এনআইআর) লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছে।

সাধারণ হিসাবে, একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি ব্যয়ের সমান রিজার্ভ থাকা উচিত। বাংলাদেশ এখন সেই মানদণ্ডের তলানিতে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর