রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ৩ মে ২০২৪, ৬:০৭ অপরাহ্ণ
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পর দলটির নেতা কে হবেন-এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘‘ডামি সরকারের প্রধানমন্ত্রী বলেছেন-‘কিছু রাজনৈতিক দল আমাকে উৎখাত করতে চায়।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলতে চাই, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে, জনগণের মালিকানা কেড়ে নিয়ে আপনি কি নিজেকে একমাত্র ত্রাণ কর্তা মনে করছেন জনগণ তা জানতে চায়।জনগণের ভোট ডাকাতি করেছেন। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে আর ক্ষমতা ধরে রাখা যাবে না।’’
আজ শুক্রবার দুপুরে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আজকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করছে, তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন- পঁচাত্তরের পর দ্বাদশ জাতীয় নির্বাচন সবচেয়ে সুষ্ঠু হয়েছে। তাহলে কি আপনি স্বীকার করে নিলেন ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ও ১৯৯৬ সালের নির্বাচন ঠিক ছিল না।’
রিজভী বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হলো ডামি নির্বাচন, আমরা আর মামুরা নির্বাচন। বাংলাদেশের মানুষসহ সারা পৃথিবীর মানুষ এ নির্বাচনকে ধিক্কার জানাচ্ছে। ওবায়দুল কাদের সাহেবরা মিথ্যা কথা বলে কোনো না কোনোভাবে কলঙ্কর ভাবমূর্তি লোকাতে চাচ্ছেন। কিন্ত প্রযুক্তির এ যুগে কোনো কিছুই লোকানো যায় না।’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব বলেছেন, বিএনপি নেতারা নাকি দেশ ছেড়ে যাচ্ছেন। আরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এতো মামলা, এতো নির্যাতন, তাদের সহায় সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান সবইতো ক্ষমতাসীনরা দখল করেছে। তাদেরতো বাড়িই নেই বিদেশে যাওয়ার। বিদেশে তো তারা যাচ্ছে, তাদের আত্মীয়স্বজনরা যাচ্ছে; যারা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। ব্যাংক লুট করেছে, মানুষের সম্পদ লুট করেছে তারা। লুটপাটকারীরা তাদের টাকা সেখানে রাখতে যাচ্ছে।’