রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২ মে, ২০২৪ ৩:১৮ : অপরাহ্ণ
এক মাসের ব্যবধানে দেশে রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের দাম আরও কিছুটা কমেছে। ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছে ৪৯ টাকা।
ফলে নতুন দর অনুযায়ী, ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৩৯৩ টাকা। যা এতোদিন ছিল ১ হাজার ৪৪২ টাকা।
৩৩ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ৩ হাজার ৮৩০ টাকা আর ৩৫ কেজির দাম পড়বে ৪ হাজার ৬২ টাকা।
আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করে।
আজ সন্ধ্যা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।
উল্লেখ্য, এর আগে গত ৩ এপ্রিল ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৪০ টাকা কমানো হয়েছিল।
এলপি গ্যাস তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করে বাংলাদেশ। প্রতি মাসে এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরামকো। সিপি নামে তা পরিচিত। একে ভিত্তিমূল্য ধরে প্রতি মাসে দেশে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য নির্ধারণ করে বিইআরসি।
২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপি গ্যাসের দাম নির্ধারণ করে সরকারি এ সংস্থাটি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে বিইআরসি। মূলত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ দর ঘোষণা করা হয়।