রাজনীতি সংবাদ প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশের সময় : ২ মে ২০২৪, ১১:২২ অপরাহ্ণ
কক্সবাজারের উখিয়ার নাফ নদী থেকে অপহৃত ১০ বাংলাদেশি জেলেকে ২৪ ঘণ্টা পর ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদেরকে ফেরত দেওয়া হয়।
বিষয়টি স্বীকার করে উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, যে এলাকা দিয়ে তাদের নিয়ে যাওয়া হয়, সেই একই এলাকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানবীর হোসেন বলেন, অপহরণের শিকার জেলেরা নিজ নিজ বাড়ীতে ফিরে গেছেন। তারা সবাই সুস্থ আছেন।
এর আগে দেশের ভেতরে কক্সবাজারের নাফ নদে মাছ শিকারের সময় বুধবার সকাল ৮টার দিকে তারা অপহরণের শিকার হয়েছিলেন। উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর রহমতের বিল সীমান্তের নাফ নদ থেকে তাদেরকে ধরে নিয়ে যান আরাকান আর্মির সদস্যরা।
আরও পড়ুন: বাংলাদেশি ১০ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি