শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে মারলো বিএসএফ



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২২ এপ্রিল, ২০২৪ ১১:২৪ : পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে হাসান মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ সোমবার সকালে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত হাসান কাইয়ুমপুর ইউনিয়নের দারু মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, সকালে হাসান তার বন্ধুদের নিয়ে পুটিয়া সীমান্তের জিরো পয়েন্টে ঘুরতে যায়। এ সময় তাদেরকে দেখে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

বর্ডার গার্ড (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ জানান, বিএসএফের গুলিতে এক যুববক মারা গেছে। বিষয়টি আমরা তদন্ত করছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

কসবা থানার ওসি রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

গত ৫ থেকে ৯ মার্চ ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলন শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী সাংবাদিকদের বলেছিলেন, ‘বিজিবি ও বিএসএফের এখন মূল লক্ষ্য যাতে সীমান্তে হত্যা না ঘটে।’

কিন্তু এরপরও সীমান্তে একের পর এক বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

আরও পড়ুন: পৃথিবীর আর কোনো সীমান্তে এতো মানুষ খুন হয় না: এবি পার্টি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর