বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

বেনজীর আহমেদের সম্পদের খোঁজে নামবে দুদক


পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ।

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২২ এপ্রিল, ২০২৪ ৪:২৮ : অপরাহ্ণ

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ সোমবার দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন

দুদক সূত্রে জানা যায়, সম্প্রতি গণমাধ্যমে বেনজীর আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিক প্রতিবেদনের ভিত্তিতে অনুসন্ধানের বিষয়ে সম্মত হয় দুদক।

এদিকে ঢাকাসহ বিভিন্ন স্থানে পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের প্লট, ফ্ল্যাট গাড়িসহ নানা সম্পদ থাকার অভিযোগ নিয়ে গতকাল রোববার দুদকে অভিযোগ করেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

লিখিত অভিযোগে তিনি বলেন, বেনজীর আহমেদের যে বৈধ আয় তার চেয়ে পরিবারের সদস্যদের সম্পদের পরিমাণ বেশি। ফলে তার চাকরি থাকাকালে এসব সম্পদ গড়েছেন বলে মনে করা যায়।

এর আগে গত ২০ এপ্রিল বেনজীর আহমেদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘আমার কিছু কথা’ শিরোনামে একটি ভিডিও আপলোড করেন। সেখানে তিনি অবৈধ সম্পদ নিয়ে যেসব অভিযোগ উঠেছে, তার দালিলিক প্রমাণ দিতে পারলে প্রমাণদাতাকে সেই সম্পদ বিনা মূল্যে দিয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

আরও পড়ুন:

বেনজীরের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টে রিট

আর কিছুদিন সময় পেলে বেনজীর সাহেব গোপালগঞ্জ কিনে নিতেন: ব্যারিস্টার সুমন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর