মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি: শেখ হাসিনা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ১৯ এপ্রিল ২০২৪, ১:৪৪ অপরাহ্ণ

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘সবই অপরাধের কারণে হয়েছে। বিএনপির দাবি অনুযায়ী বাংলাদেশে যত অপরাধ হয়, তার সবই করে তাদের নেতাকর্মীরা।’

কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে গণভবনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপির ৬০ লাখ নেতা-কর্মী গ্রেপ্তারের দাবি করছে, কিন্তু দেশের জেলগুলোতে এতো ধারণ ক্ষমতাই নেই। তারা বাস, লঞ্চ, ট্রেন জ্বালিয়ে দিলে মামলা তো হবেই। তবে এসব কোনো রাজনৈতিক মামলা নয়, এগুলো অগ্নিসন্ত্রাসের মামলা, দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা।’

আওয়ামী লীগ প্রতিশোধপরায়ণ না বলে বিএনপি কথা বলার সুযোগ পায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা মেধা কাজে লাগিয়েছি দেশের উন্নয়নে।’

সরকারপ্রধান বলেন, ‘একসময় যারা নুন-ভাতের কথা বা ডাল-ভাতের কথা চিন্তা করতে পারতো না, এখন তারা মাছ-মাংস-ডিমের কথাও চিন্তা করে। ফলে যারা সরকারের সমালোচনা করেন, তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কিনা তা বিবেচনা করতে হবে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর