বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

কাঠফাটা গরমে নাজেহাল চুয়াডাঙ্গা, রাস্তায়ও বের হতে পারছে না মানুষ


চুয়াডাঙ্গায় প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিনিধি, চুয়াডাঙ্গা প্রকাশের সময় :১৭ এপ্রিল, ২০২৪ ৫:২১ : অপরাহ্ণ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় রোদ উঠতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। শুধু দিনের বেলা নয়, রাতেও নেই স্বস্তি। কাঠফাটা গরমে নাজেহাল হয়ে পড়েছেন এ জেলার মানুষ।

আজ বুধবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

গতকালও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিনের প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জনপদের সাধারণ মানুষের জীবনযাত্রা। অসহনীয় গরমে অসুস্থ হয়ে পড়ছেন বয়স্ক ও শিশুরা।

নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে।

চুয়াডাঙ্গা শহর এলাকার ভ্যানচালক আমিনুর রহমান বলেন, ‘খুব গরম পড়ছে। রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না। মনে হচ্ছে, সূর্যটা মাথার উপর চলে এসেছে। গাছের ছায়ায় গিয়েও শান্তি নেই।’

চুয়াডাঙ্গা শহরের একটি বহুতল ভবনের নির্মাণকাজ করছেন কিছু শ্রমিক। এদের মধ্যে সাইফুল আলম নামের এক রাজমিস্ত্রি বলেন, ‘এই কড়া রোদের মধ্যে পাঁচতলা ভবনের উপরে কাজ করছি। মনে হচ্ছে, সূর্য একেবারে মাথার কাছে। প্রচণ্ড গরম লাগছে। কিছুই করার নেই, জীবিকার তাগিদে কষ্ট হলেও কাজ করতে হবে।’

একটি বেসরকারি কোম্পানির সেলসম্যান সুভাষ রায় বলেন, ‘বাইরে তীব্র রোদ-গরম উপেক্ষা করে ছুটতে হচ্ছে এক দোকান থেকে অন্য দোকানে। শরীর ঘেমে পোশাক একেবারে ভিজে গিয়েছে। একটু বসে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। কারণ দিনশেষে টার্গেট পূরণ করতে হবে।’

আবহাওয়া অফিসের কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘গত কয়েকদিন থেকে মাঝারি তাপদাহ অব্যাহত ছিল চুয়াডাঙ্গায়। গতকাল থেকে তা তীব্র তাপদাহে রূপ নিয়েছে। এ অবস্থা আরও কিছুদিন চলতে পারে। এখনই বৃষ্টির সম্ভাবনা নেই।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর