রাজনীতি সংবাদ প্রতিনিধি, বান্দরবান প্রকাশের সময় :৭ এপ্রিল, ২০২৪ ২:১৯ : অপরাহ্ণ
পার্বত্য চট্টগ্রামে ত্রাস হিসেবে আবির্ভূত হওয়া সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
কুকি-চিনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।’
আজ রোববার দুপুরে বান্দরবানের রুমা ও থানচি উপজেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় নজিরবিহীন ডাকাতির ঘটনা ঘটিয়েছে কুকি-চিন।
তিন ব্যাংকে লুটপাট চালানোর পর তারা সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণ করে নিয়ে যায়। এরপর ৪ এপ্রিল সন্ধ্যায় র্যাবের মধ্যস্থতায় রুমা বাজারে সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীন নামে ওই ব্যক্তিকে ছেড়ে দেয়।
তবে ওইদিন রাতে দুই দফায় থানচি ও আলীকদমে সংগঠনটির পৃথক দুটি গ্রুপ চড়াও হয় পুলিশ, বিজিবি ও সেনা সদস্যদের ওপর।
এসব ঘটনায় রুমা ও থানচি থানায় ছয়টি মামলা দায়ের হয়েছে। মামলায় পৃথক তিনটি ব্যাংকে ডাকাতি, পুলিশ ও আনসারের অস্ত্র লুট, থানায় হামলা ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের অভিযোগ করা হয়েছে।
সেনাবাহিনী প্রধান বলেছেন, ‘শান্তি আলোচনার আড়ালে কুকি-চিন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে। তারা তাদের উদ্দেশ্য জাহির করে ফেলেছে। এখন সরকার সামগ্রিকভাবে যা চিন্তা করেছে, সেভাবে সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ সবাই সমন্বিতভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবো।’
শফিউদ্দিন আহমেদ বলেন, ‘ইতোমধ্যে কম্বিং অপারেশন শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযানে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আমি মনে করি।’
সেনাপ্রধান বলেন, ‘গতকাল শনিবার রাতে কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। একটা প্রক্রিয়া শুরু হয়েছে। বান্দরবানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম সেনাবাহিনী।’
শফিউদ্দিন আহমেদ বলেন, ‘দৃশ্যমান কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন। এর ফল আপনারা সময়মতো পাবেন। আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই, আমার কাছে প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা যা করণীয়, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ- সেটাই করতে হবে। সেটা বাস্তবায়নে আমরা সক্ষম হব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
আরও পড়ুন: পাহাড়ি ৭ উপজেলায় নিজেদের শাসন চায় কুকি-চিন