রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩ এপ্রিল, ২০২৪ ৭:০২ : অপরাহ্ণ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি চালু প্রসঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বুয়েটে ছাত্রলীগ একক দখলদারিত্ব কায়েম করতে চায়। দেশে এখন বিরাজনীতিকরণ উৎসাহিত করা হচ্ছে। এক দেশ, এক নেতা, এক দল ও এক নীতির বাইরে কিছু দরকার নেই।’
আজ বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘বুয়েটে সরকারদলীয় ছাত্র সংগঠনের রাজনীতি করার যে দাবি, সে বিষয়ে অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, সেটি প্রকৃত প্রস্তাবে একক দখলদারিত্ব কায়েমের প্রয়াস। ক্যাম্পাসের অন্য সব রাজনীতি অবলুপ্তি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ ও সাধারণ ছাত্রদের ওপর একক নিয়ন্ত্রণ কায়েম করা। তার মাধ্যমে ব্যক্তিগত ও গোষ্ঠিগত স্বার্থসিদ্ধি করাই আসল উদ্দেশ্য। এসব কর্মকাণ্ড রাজনীতি হিসেবে গণ্য হওয়ার চেয়ে বিরাজনীতিকরণ ও তার মাধ্যমে বিভিন্নভাবে লাভবান হওয়ার প্রয়াস বলা যায়। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে। শুধু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নয়, পুরো জাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।’
বিবৃতিতে সংসদের এই বিরোধীদলীয় নেতা বলেন, ‘বুয়েট ছাত্রদের মতামতের গুরুত্ব দিতে হবে। ছাত্ররাই ঠিক করবে বুয়েটের রাজনৈতিক ভবিষ্যত। বুয়েটের একজন প্রাক্তন ছাত্র হিসেবে মনে করছি, ছাত্রদের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হবে না।’