রাজনীতি সংবাদ প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশের সময় : ৩০ মার্চ ২০২৪, ১০:৪৬ অপরাহ্ণ
একাত্তরের মতো ভারত এবারও আমাদের পাশে দাঁড়িয়েছে-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বক্তব্য দিয়ে জনগণের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ শনিবার নারায়ণগঞ্জের মিশন পাড়া হুশিয়ারী সমিতির অডিটোরিয়ামে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জনগণের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তারা (আওয়ামী লীগ) জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা ভারতের মনোনীত। ভারত, চীন ও রাশিয়া এই তিন দেশের প্রোডাক্ট হলো এই সরকার। এখন জনগণ ভোট বর্জন নয়, বরং এই সরকারকে যারা বারবার ক্ষমতায়নে সাহায্য করেছে, তাদের পণ্য বর্জন করছে।’
আওয়ামী লীগ সরকার ভারতের সবচেয়ে নিম্নমানের প্রোডাক্ট উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘দেশের জনগণ ভারতের পণ্যের মতো যদি পাসপোর্ট অফিসে না যায়, ভারতে না যায়; তাহলে ভারতের অর্থনীতি কোন জায়গায় নামবে বুঝতে কষ্ট নেই। ভারত যে বৈদেশিক মুদ্রা অর্জন করে, তার সিরিয়ালে বাংলাদেশ তিন নম্বরে রয়েছে।’
আরও পড়ুন: একাত্তরের মতো ভারত এবারও আমাদের পাশে দাঁড়িয়েছে: ওবায়দুল কাদের