শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

ফখরুলের কাছে বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন কাদের


ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ মার্চ, ২০২৪ ২:১৫ : অপরাহ্ণ

‘বিএনপির ৮০ শতাংশ নেতাকর্মী নিগৃহীত’-দলটির মহাসচিবের এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মির্জা ফখরুলের কাছে এসব নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চেয়েছেন।

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এই প্রতিবাদ জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, এ সরকারের আমলে তাদের ৮০ ভাগ নেতাকর্মী নাকি নিগৃহীত হয়েছে। আমি তাকে বলবো, এসব মিথ্যাচার থেকে বিরত থাকুন। ৮০ ভাগ নেতাকর্মী কারা? আমীর খসরু, মির্জা ফখরুল একে একে তো সবাই জেল থেকে বের হয়ে গেছেন। তাহলে নিগৃহীত কে হচ্ছে? তাদের তালিকা প্রকাশ্যে দিতে হবে।’

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার ঢাকায় দলীয় এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দাবি করেন যে, তার দলের ৮০ শতাংশ মানুষ নিপীড়নের শিকার।’

আরও পড়ুন: কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: মির্জা ফখরুল

মিথ্যাচারের কারণে বিএনপি বিলীন হয়ে যাবে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মিথ্যাচার অনেক করেছেন। আপনাদের নেগেটিভ রাজনীতি এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এই রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কেউই গ্রহণ করবে না। বিএনপি নামে একটি দল সংকুচিত হয়ে যাবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ইফতার পার্টি করে, আওয়ামী লীগ মানুষের মাঝে ইফতার বিতরণ করে। শেখ হাসিনার জনকল্যাণমুখী বিচক্ষণ রাজনীতিতে আজকে বিএনপির চারদিকে অন্ধকার। শেখ হাসিনার উন্নয়ন দলটিকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। ’

বিএনপির ইফতার রাজনীতির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আজকে বিএনপি ইফতার পার্টি করে আওয়ামী লীগের চরিত্রহনন করে, অপপ্রচার করে এবং মিথ্যাচার করে। বিএনপি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি। বিএনপির চেতনায় পাকিস্তান।’

কোনো বিদেশি রাষ্ট্রের দাসত্ব আওয়ামী লীগ করে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ যে একটা স্বাধীন দেশ সে কথাও তারা (বিএনপি) ভুলে গেছে। নির্বাচনের আগে কীভাবে বিদেশি শক্তির তাবেদারি করেছে। বিদেশি শক্তিকে ডেকে নিষেধাজ্ঞা দেয়ার ষড়যন্ত্র করেছে। নির্বাচন বানচালের চক্রান্ত করেছিল।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে সংকট তার প্রতিক্রিয়া আমাদের দেশেও আছে। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্ব আছে বলেই বাংলাদেশের মানুষ ভালো আছে। তুলনামূলক অনেক দেশের মানুষের যে কষ্ট সে তুলনায় শেখ হাসিনার নেতৃত্বে অনেক ভালো আমরা আছি।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর