বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ১ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা জাতীয় পার্টি

সরকারের বিরুদ্ধে কথা বললেই মামলা হয়: জি এম কাদের


আজ রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন দলটির একাংশের চেয়ারম্যান জি এম কাদের।

রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ২৬ মার্চ ২০২৪, ১০:৩৪ অপরাহ্ণ

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘এখন সরকারের বিরুদ্ধে কথা বললেই মামলা হয়। কাউকে কথা বলতে দেওয়া হয় না। ধীরে ধীরে মানুষের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে।’

আজ মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে পার্টির কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‌‘মুক্তযুদ্ধের চেতনা নিয়ে সরকার ব্যবসা করছে’ মন্তব্য করে জি এম কাদের বলেন, এখন ব্যাংক থেকে হিসাবহীনভাবে টাকা লুট হচ্ছে। সুশাসনের অভাবের কারণে কোনো জবাবদিহিতা নেই। মানুষের কথা শোনার প্রয়োজন সরকারের নেই।

সংসদের বিরোধীদলীয় এ নেতা বলেন, ‘যেভাবে আইনকানুন করে বাধা দেওয়া হচ্ছে, তাতে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল টিকবে না। দেশ একটি ভয়াবহ অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। দেশকে ডুবিয়ে কেউ ভালো থাকতে পারবে না।’

জি এম কাদের বলেন, ‘আমরা বৈষম্যমুক্ত দেশ চাই, বৈষম্যমুক্ত সমাজ চাই। বৈষম্য করে দেশকে বিভক্ত করা হয়েছে। আর এসবের কারণে একটা সুবিধাবাদী গোষ্ঠী তৈরি হয়েছে। আর সারাদেশে লুটপাটের রাজনীতি হচ্ছে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর