রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৯ মার্চ, ২০২৪ ৪:০৬ : অপরাহ্ণ
এক যুবলীগ কর্মীকে মারধরের মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নূর মোস্তফা টিনুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এ আদেশ দেন।
গত ৪ মার্চ নগরীর পাঁচলাইশ থানায় এ মামলা করেন চকবাজার এলাকার মেহেদী হাসান রাকিব নামের যুবলীগের এক কর্মী।
কাউন্সিলর টিনুসহ মোট ৬ জনকে মামলায় আসামি করা হয়। অন্য আসামিরা হলেন-কায়সার হামিদ, সাকিবুল ইসলাম, রবিউল ইসলাম রাজু, মো. আজম ও মো. শাকিল।
টিনু ও তার দলবল ছুরি দিয়ে জখম ও মারধার করে রাকিবের টাকাপয়সা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয় মামলায়।
এ মামলায় কাউন্সিলর টিনু আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন।
কাউন্সিলর টিনু ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর রাতে র্যাবের হাতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হয়েছিলেন। সেসময় তিনি চট্টগ্রামের রাজনীতিতে সাবেক প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
তখন র্যাবের পক্ষ থেকে টিনুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। সে মামলায় টিনুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রও দেওয়া হয়। পরে জামিনে বের হলেও ২০২১ বছরের জুন মাসে আদালতের আদেশে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
এরপর ২০২১ অক্টোবরে উপনির্বাচনে কারাগারে থাকা অবস্থায় মাত্র ৭৮৯ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন টিনু।
কাউন্সিলর টিনু বর্তমানে নিজেকে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন।