রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

কাঁপলো টেকনাফ সীমান্ত, ৩৩ মিনিটে ২১ মর্টারশেল বিস্ফোরণ



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৮ মার্চ, ২০২৪ ১২:১৭ : অপরাহ্ণ

বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের জেলা শহর মংডু টাউনশিপের কাছে নাকপুরা এলাকায় ২১টি মর্টারশেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফের সীমান্তবর্তী ১৩টি গ্রাম। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন এসব গ্রামের লোকজন।

গতকাল রোববার রাত ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৫৮ মিনিট পর্যন্ত ৩৩ মিনিটে এসব মর্টারশেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় আরাকান আর্মি নাকপুরা এলাকার বিজিপি সেক্টরে হামলা চালিয়েছে। জবাবে বিজিপি সদস্যরাও পাল্টা হামলা চালায়।

আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে দেশটির সেনাবাহিনী এসব মর্টার শেল নিক্ষেপ করছে বলে ধারণা করছেন তারা।

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, বিকট শব্দের মর্টার শেলের বিস্ফোরণে কেঁপে উঠে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, চৌধুরীপাড়া, কুলালপাড়া, ডেইলপাড়া, হাঙ্গারডেইল গ্রামগুলো।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর