সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই মারা গেছেন


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৬ মার্চ, ২০২৪ ১০:১৭ : পূর্বাহ্ণ
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য আব্দুল হাই। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের এমপি ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মারা গেছেন।

আজ শনিবার ভোর ৪টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

তিনি স্ত্রী, এক কন্যা, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত ৭ জানুয়ারি ভোটের পর লিভার সিরোসিস ও ফুসফুসে নিউমোনিয়া নিয়ে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন আব্দুল হাই। এরপর গত ১৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বামরুদগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন লাইভ সাপোর্টে থাকার পর আজ সকালে তিনি মারা যান।

আব্দুল হাই ২০০১ সালে বিএনপির সংসদ সদস্য আব্দুল ওহাবকে পরাজিত করে প্রথম শৈলকুপা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ওই আসনে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০১২ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের ২১ নভেম্বর পর্যন্ত তিনি মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর