বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা অর্থ-বাণিজ্য

স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড, ভরি প্রায় ১ লাখ ১৩ হাজার



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৬ মার্চ, ২০২৪ ৭:১৩ : অপরাহ্ণ

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড গড়েছে। সববচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ২ হাজার ২১৭ টাকা বেড়েছে।

এর ফলে এই ক্যাটাগরির স্বর্ণের দাম পড়বে এখন প্রতি ভরি ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা।

আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭ হাজার ৭৭৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৯২ হাজার ৩৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৬ হাজার ৯৮৩ টাকা বিক্রি করা হবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন মূল্য তালিকায় সোনা বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

এর আগে গত ১৮ জানুয়ারি স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭০০ টাকা কমানো হয়েছিল। এতে স্বর্ণের দাম কমে দাঁড়ায় ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা।

রুপার দাম অপরিবর্তিত
ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর