বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

দরকার হলে আমরাও স্যাংশন দিবো: প্রধানমন্ত্রী


আজ র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৬ মার্চ, ২০২৪ ১২:১৪ : অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেছেন, র‌্যাব মানুষের অধিকার সংরক্ষণে কাজ করেছে তাদের ওপর কীভাবে স্যাংশন আসে? স্যাংশন কখনো এক তরফা হয় না, দরকার হলে আমরাও স্যাংশন দিবো।

আজ বুধবার র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিগত নির্বাচনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিতে র‍্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আর যারা চায়নি দেশে নির্বাচন হোক তারাই বরং এ কাজে খুশি হতে পারেনি। কিন্তু দেশের জনগণ ও বন্ধুপ্রতীম দেশ-সংস্থা সবাই খুশি হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ায় এবং আবার সরকার গঠনের জন্য তারা চিঠি পাঠিয়েছে।

আরও পড়ুন: র‌্যাবের বর্তমান ও সাবেক ডিজিসহ ৭ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

র‍‍্যাবকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, র‌্যাব সব সময় নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমন করেছে তারা। জঙ্গি-সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করায় মানুষের মনে শান্তি এসেছে।

র‍‍্যাবের উদ্দেশে সরকার প্রধান বলেন, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে র‌্যাবকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। রমজানে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঈদে কালো টাকা রোধে ব্যবস্থা নিতে হবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর