শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিজ্ঞান ও প্রযুক্তি

দেড় ঘণ্টা পর সচল হলো ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৫ মার্চ, ২০২৪ ১০:৩৮ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার দেড় ঘণ্টা পর সচল হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এসব প্ল্যাটফর্ম সচল হয়।

এর আগে রাত ৯টার পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েন। এমনকি যারা ফেসবুকে লগইন করা অবস্থায় ছিলেন তারাও লগআউট হয়ে যান।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিরর জানিয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রাম উভয়ই মঙ্গলবার বিকাল থেকে বন্ধ রয়েছে। হাজার হাজার বাগ দ্বারা আক্রান্ত হওয়ায় এটি আর কাজ করছে না। ফলে জনপ্রিয় এই অ্যাপ দুটিতে কেউ প্রবেশ করতে পারছেন না। প্রযুক্তিতে ‘বাগ’ বলতে কম্পিউটারের প্রোগ্রাম, সিস্টেম বা যন্ত্রে যেকোনো ধরনের ত্রুটি-বিচ্যুতিকে বোঝানো হয়।

এর পরপরই রাত ৯ টা ৩৯ মিনিটে আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) আশার কথা শোনান ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

তিনি লিখেন-‘চিল (স্বস্তি), কয়েক মিনিট অপেক্ষা করুন সবকিছু সমাধান হয়ে যাবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর