বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

বিরোধী নেতাকর্মীদের মামলা দ্রুত পর্যালোচনার আহ্বান জাতিসংঘের


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৪ মার্চ, ২০২৪ ৬:১৩ : অপরাহ্ণ
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।
Rajnitisangbad Facebook Page

রাজনৈতিক সংলাপের জন্য বিরোধী নেতাকর্মীদের মামলা দ্রুত পর্যালোচনার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টুর্ক।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এর ৫৫ তম অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

আজ জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বেগ প্রকাশ করে ভলকার টুর্ক বলেন, ‘বাংলাদেশে হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মী এখনও আটক রয়েছেন এবং অক্টোবর মাস থেকে কারা হেফাজতে বেশ কিছু মৃত্যুর খবর পাওয়া গেছে। যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানানোর পাশাপাশি রাজনৈতিক সংলাপ এবং সমন্বয় সাধনকে উৎসাহিত করার জন্য তাদের মুক্তির লক্ষ্যে এই সমস্ত মামলা দ্রুত পর্যালোচনার আহ্বান জানাই।’

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেন, ‘মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃত্বকে হয়রানির জন্য বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে- এমন অভিযোগের বিষয়ে আমি লাগাতারই উদ্বিগ্ন। আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে কথিত বলপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তকে আমি উৎসাহিত করি।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর