শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | ১২ পৌষ, ১৪৩১ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

করোনায় আক্রান্ত ডিবি প্রধান হারুন


ডিবি প্রধান হারুন অর রশীদ।

রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ণ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গতকাল সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির কর্মকর্তারা।

এছাড়া নিজের ফেসবুক পেইজেও তিনি করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে ডিবি প্রধান হারুন লিখেছেন, ‘হঠাৎ করে করোনা আক্রান্ত হোলাম। সুস্থতার জন্য দোয়া চাই।’

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। রাজারবাগ পুলিশ লাইনস এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ অন্যান্য ভিআইপিদের প্যান্ডেলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার কথা ছিল ডিবি প্রধান হারুনের। তাই তার করোনা পরীক্ষা হয়। তাতে করোনা শনাক্ত হয়েছে এ পুলিশ কর্মকর্তার।

ডিবি সূত্র জানিয়েছে, হারুন অর রশিদ বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর