সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

শেখ হাসিনার মতো দুঃসাহস ইউরোপের কোনো রাষ্ট্রপ্রধান দেখাতে পারেনি: কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:৫১ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের।
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জার্মানিতে সদ্য শেষ হওয়া মিউনিখ নিরাপত্তা সম্মেলনে গাজা যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দুঃসাহস দেখিয়েছেন, তা ইউরোপের কোনো দেশের রাষ্ট্রপ্রধান দেখাতে পারেনি।’

আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাশিয়ার সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘রাশিয়ার সঙ্গে সম্পর্কে এ বৈঠকের কোনো প্রভাব পড়বে না।’

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়নি দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এটাই শেখ হাসিনার সাহসী কূটনীতির বহিঃপ্রকাশ।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে বিভিন্ন বিদেশি রাষ্ট্রের সমালোচনা থাকলেও নিরাপত্তা সম্মেলনের মতো অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ এবং বক্তব্য দেওয়ায় বিশ্বে বাংলাদেশের গুরুত্ব বোঝা যায়। গাজা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সুস্পষ্ট অবস্থান, যুদ্ধের বিরুদ্ধে ও শান্তির পক্ষে জোরাল বক্তব্য-স্টপ জেনোসাইড, ইউরোপের কোনো নেতাও এমন সাহস দেখাতে পারেনি।’

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দল ভাঙার চেষ্টার অভিযোগ বিএনপির মিথ্যাচারের ধারাবাহিকতা। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তাদের বক্তব্য জনগণের দৃষ্টি আকর্ষণ আর অসংলগ্ন প্রলাপ ছাড়া কিছুই না। তবে কিছু পণ্যের দাম বাড়ছে আবার কোনোটার কমছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এ ব্যাপারে উদাসীন নয়। বসে নেই, কাজ করছে।’

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মিয়ানমারে অস্থিরতার কারণে সীমান্তে নিরাপত্তার ঝুঁকি থাকলেও সে বিষয়ে সরকারের যথেষ্ট প্রস্তুতি আছে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর