রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৩৪ : অপরাহ্ণ
পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের ভোট গণনা চলছে। গতকাল অনুষ্ঠিত এই নির্বাচনের এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে তিন দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে।
আজ শুক্রবার সকালে আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। বাংলাদেশ সময় রাত ৯টা পর্যন্ত ২২০টি আসনের ফল জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও টিভি।
এতে দেখা গেছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। আইনি প্রতিবন্ধকতার কারণে পিটিআই-সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
২২০টি আসনের মধ্যে ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৯২টি আসনে। অপরদিকে নওয়াজের দল ৬২টি আসনে জয় পেয়েছে। এছাড়া বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জয় পেয়েছে ৫০টি আসনে। বাকি দলগুলো পেয়েছে ১৮টি আসন।
পাকিস্তানে জাতীয় পরিষদে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই। তাই গতকাল ভোট হয়েছে ২৬৫ আসনে।
খবরে বলা হয়েছে, কোনো দল এককভাবে সরকার গঠন করতে চাইলে এবার ১৩৪টি আসনে জিততে হবে। তবে বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানে এবার কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয়ী কে হবেন, তা নিয়ে বিশ্লেষকেরা এখনো স্পষ্ট করে আভাস দিতে পারছেন না।
বিশ্লেষকদের অনেকেই বলছেন, নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা নওয়াজকে সমর্থন দিচ্ছে পাকিস্তানে ক্ষমতাধর হিসেবে পরিচিত সামরিক বাহিনী। পারমাণবিক শক্তিধর পাকিস্তানের ইতিহাসে বেশিরভাগ সময় প্রত্যক্ষ-পরোক্ষভাবে সেনা-সমর্থিত সরকার দেশ শাসন করেছে।