শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে ভারতের দুঃখ প্রকাশ


আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিং করেন জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:২৪ : অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মো. রইছ উদ্দিনসহ সাম্প্রতিক সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে ভারত সরকার।

আজ বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন সাংবাদিকদের এ তথ্য জানান।

সেহেলী সাবরীন জানান, যৌথ প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানের আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে বিএসএফ-বিজিবি একযোগে কাজ করবে।

তবে ভারত সরকার কোন প্রক্রিয়ায় বিষয়টি নিয়ে কথা বলেছে তা খোলাসা করেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি ভোরে যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা বেশ কিছু গরু পাচার করে নিয়ে আসছিল। বিষয়টি টের পেয়ে বিএসএফ চোরকারবারীদের ধাওয়া করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে।

বাংলাদেশে ঢুকে পড়া বিএসএফ সদস্যদের দেখে এ সময় বিজিবি সদস্য সিপাহী রইস উদ্দিন সামনে এগিয়ে যান। রইস উদ্দিন বিএসএসফ সদস্যদের কাছে নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেন এবং ঘটনার ব্যাপারে জানতে চান। পরিচয় পাওয়ার পরও বিএসএফ সদস্যরা তাকে গুলি করে আহত করে।

পরে বিএসএফ রইস উদ্দিনকে নিয়ে ভারতের বনঁগাও হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে রইস উদ্দিনের মৃত্যু হয় বলে জানায় বিজিবি। ২৪ জানুয়ারি দুপুরে রইস উদ্দিনের লাশ হস্তান্তর করে বিএসএফ।

আরও পড়ুন: 

যশোর সীমান্তে বিজিবি সদস্যকে গুলি করে মারলো বিএসএফ

২ দিন পর বিজিবি সদস্যের লাশ হস্তান্তর, কান্নায় ভেঙে পড়লেন সহকর্মীরা

পৃথিবীর আর কোনো সীমান্তে এতো মানুষ খুন হয় না: এবি পার্টি

সীমান্তে বিজিবি সদস্যকে হত্যা: জাতিসংঘের তদন্ত চায় বিএনপি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর