সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ২০ মাঘ, ১৪৩১ | ৩ শাবান, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

বিএনপি অফিস কালো কাপড়ে ঢেকে রাখতে বললেন ওবায়দুল কাদের


ওবায়দুল কাদের। ফাইল ছবি

রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ২৯ জানুয়ারি ২০২৪, ৩:২৩ অপরাহ্ণ

নেতৃত্বের ব্যর্থতার জন্য আগামী ৫ বছর রাজধানীর নয়াপল্টনের বিএনপি অফিস কালো কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সংসদ শুরুর দিনে যারা কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে, নেতৃত্বের ব্যর্থতার জন্য তাদের দলীয় অফিস আগামী ৫ বছর কালো কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। তাদের নেতাদের বাড়িঘরও কালো কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত।’

আজ সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে। সেজন্য তাদের পস্তাতে হবে। বিদেশিদের কাছে ধর্না দিয়ে এ সরকারকে উৎখাত করা যাবে না। ‘নির্বাচন হয়ে গেছে, ধৈর্য ধরেছি। আক্রান্ত হয়েও আক্রমণ করিনি। কোনো অপশক্তিকে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের বিরুদ্ধে নয়। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। এই শহরে অনেক সমাবেশ হয়েছে, আমরা সংঘাতে যাইনি। ২৮ অক্টোবর বিএনপি পুলিশকে উস্কে দিয়ে সংঘাতে জড়িয়েছে। অপকর্ম করে সেদিন নয়া পল্টন থেকে তারা পালিয়ে যায়। অথচ তারা বলেছিল, আওয়ামী লীগ পালানোর পথ পাবে না।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর