সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আবহাওয়া

আসছে শৈত্যপ্রবাহ, শীত আরও বাড়বে


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২০ জানুয়ারি, ২০২৪ ১০:৩২ : পূর্বাহ্ণ
শীতে নাকাল জনজীবন। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

দেশজুড়ে বেশ কিছুদিন ধরেই শীতে নাকাল জনজীবন। গত সপ্তাহে তীব্র শীতের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে বিভিন্ন স্থানে। বৃষ্টির মধ্যে অন্তত ১০ জেলায় বয়ে যায় শৈত্যপ্রবাহ। আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপমাত্রা কমে দেখা দিতে পারে শৈত্যপ্রবাহ।

আজ শনিবার রাত থেকেই সারাদেশে শীতের অনুভূতিও আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ থেকে রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর বিভাগের কিছু এলাকায় শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

মূলত কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন দিন ১০-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।

দেশের অনেক অঞ্চলের আবহাওয়া মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাতে সারাদেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে আগামীকাল দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর