সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

বাংলাদেশ নিয়ে যে প্রশ্ন করায় বিরক্ত হলেন জাতিসংঘের মুখপাত্র


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ জানুয়ারি, ২০২৪ ১১:০৩ : পূর্বাহ্ণ
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।
Rajnitisangbad Facebook Page

মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করতে বাংলাদেশের সব দলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

স্থানীয় সময় সোমবার নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ হয়েছে বলে তথ্য দেন।

জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, ‘কী ঘটেছে আমার সেটা জানার প্রয়োজন নেই। আপনার প্রশ্নটা কী?‘

এ সময় ওই সাংবাদিক জানতে চান-বিএনপি ‘সন্ত্রাসী কার্যক্রমের’ মধ্য দিয়ে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করে।

তার এ মন্তব্য শুনে বিরক্ত হন জাতিসংঘের মুখপাত্র।

স্টিফেন ডুজাররিক ওই সাংবাদিককে বলেন, ‘দয়া করে আপনি কি আমাকে প্রশ্ন করবেন?’

ওই সাংবাদিক আবারও একইভাবে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বলে উল্লেখ করেন এবং এর প্রেক্ষিতে জাতিসংঘের অবস্থান জানতে চান।

জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, ‘এই নির্বাচন নিয়ে আপনার একজন সহকর্মী আমাকে প্রশ্ন করেছিলেন। আমি আগে যা বলেছি এখনও তাই বলবো। তা হলো সব দলের প্রতি সব রকম সহিংসতা পরিহার করার আহ্বান জানাই। মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানাই।’

ওই সাংবাদিক আবারও প্রশ্ন করেন যাত্রী বোঝাই বাস ও ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার বিষয়ে জাতিসংঘ কি নিন্দা জানাবে না, যেখানে মানবাধিকার লংঘিত হয়েছে?

জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, ‘যেই করুক কোনো সহিংসতাকে আমরা প্রশ্রয় দিই না।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর