শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

মন্ত্রিত্ব হারিয়ে পুরনো পেশায় ফিরলেন তিন মন্ত্রী


অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট মাহবুব আলী ও অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৪ জানুয়ারি, ২০২৪ ৫:০২ : অপরাহ্ণ

নতুন সরকারের মন্ত্রিসভা থেকে বাদ পড়াদের মধ্যে তিনজন সাবেক মন্ত্রী সুপ্রিম কোর্টে আইন পেশায় ফিরে এসেছেন।

তারা হলেন-অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট মাহবুব আলী ও অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

আজ রোববার আইনজীবীদের চিরাচরিত পোশাক কালো কোট-গাউন পরে সুপ্রিমকোর্টে এসে আইন পেশার কার্যক্রম শুরু করেছেন তারা।

এদিন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির চেম্বারে আড্ডায় মেতে ওঠেন সরকারের সদ্য সাবেক তিন মন্ত্রী। এসময় তাদের সঙ্গে দেখা করতে আসেন সহকর্মী আইনজীবীরা।

আইন পেশায় ফেরা নিয়ে মন্ত্রীরা বলেন, দীর্ঘদিন আইন পেশায় থেকেই মাঝে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই তারা দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। এখন তারা দায়িত্বে নেই, তবে যারা তাদের স্থলাভিষিক্ত হয়েছেন তারাও রাজনৈতিকভাবে পরিপক্ক। নতুন মন্ত্রীরাও ভালো করবেন এবং মন্ত্রণালয়ের কাজকে এগিয়ে নিয়ে যাবেন এমন প্রত্যাশা সদ্য সাবেকদের।

সাবেক তিন মন্ত্রী বলেন, মন্ত্রী থাকাকালীন সময়ে আইন পেশা ও সুপ্রিম কোর্ট অনেক মিস করেছি। আজ থেকে আবার চিরচেনা জায়গায় ফিরে এলাম। সবাইকে দেখে খুব ভালো লাগছে।

আরও পড়ুন: ছিটকে গেলেন অনেক প্রভাবশালী মন্ত্রী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর