শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

আরও ৯ মামলায় গ্রেপ্তার মির্জা ফখরুল, জামিন শুনানি কাল



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৯ জানুয়ারি, ২০২৪ ২:১১ : অপরাহ্ণ

এজাহারনামীয় আসামি হলেও গ্রেপ্তার না দেখানো ৯ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে আইনজীবীর মাধ্যমে এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

এর আগে এসব মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখাতে আবেদন করেননি কোনো তদন্ত কর্মকর্তা। এসময় আদালত আসামি পক্ষের আইনজীবীদের জানান, চাইলে তারা (আসামিপক্ষ) এসব মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করতে পারেন।

পরে মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন।

এরপর আদালত আগামীকাল বুধবার এসব মামলার জামিন শুনানি ধার্য করেছেন।

গত বছরের ২৮ অক্টোবরের ঘটনায় মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়েছিল। মামলাগুলোর মধ্যে ছয়টি পল্টন ও তিনটি রমনা থানায়।

গত ২৯ অক্টোবর রমনা থানায় দায়ের করা মামলায় মির্জা ফখরুলকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে বিএনপি মহাসচিব কারাগারে বন্দি।

গত ২২ নভেম্বর ঢাকার একটি আদালত এ মামলায় তার জামিন নামঞ্জুর করেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর