শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে ভোটের মাঠে প্রকাশ্যে গুলি ছোড়া সেই ব্ল্যাক শামীম আটক


নির্বাচনের দিন চট্টগ্রাম নগরীর পাহাড়তলী কলেজ কেন্দ্রের বাইরে ব্ল্যাক শামীম নামের এই যুবক প্রকাশ্যে হাতে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়েন। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :৮ জানুয়ারি, ২০২৪ ১১:২১ : অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী কলেজ এলাকায় নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে দু’পক্ষের সংঘর্ষে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়া সেই শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীমকে আটক করেছে র‌্যাব। শামীমের ব্যবহৃত সেই অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার রাতে সীতাকুণ্ড থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ সিনিয়র সহরকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ নুরুল আবছার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রোববার ভোটগ্রহণের দিন সকাল সাড়ে ১০টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পাহাড়তলী কলেজ কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু এবং স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

ওই সময় মনজুর আলমের নির্বাচনী ক্যাম্পের সামনে এক যুবককে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই যুবককে শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম হিসেবে চিহ্নিত করা হয়।

নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষে শান্ত বড়ুয়া ও মো. জামাল নামে দুজন গুলিবিদ্ধ হন। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

ব্ল্যাক শামীম ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর কর্মী।

চট্টগ্রামে ভোটের মাঠে প্রকাশ্যে গুলি ছোড়া সেই ব্ল্যাক শামীম আটক

দলীয় সূত্রে জানা গেছে, ব্ল্যাক শামীম স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের পক্ষে কাজ করেন। নগরীর পাহাড়তলী ওমর গনি এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরী নির্বাচনে মনজুর আলমকে সমর্থন দেন। ভিপি ওয়াসিম শিক্ষা উপমন্ত্রী ও নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী-খুলশী) আসনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু স্বতন্ত্র প্রার্থী সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলমকে প্রায় ২০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন বাচ্চুকে ঠেকাতে ‘ষড়যন্ত্রের মিশনে’ নেমেছিলেন নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির একজন প্রভাবশালী সদস্য। কিন্তু সেই ‘ষড়যন্ত্রের মিশন’ ব্যর্থ করে নৌকা নিয়ে তীরে ভিড়েন মহিউদ্দিন বাচ্চু।

আরও পড়ুন: 

চট্টগ্রামে ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলি, পিস্তল হাতে কে এই যুবক

‘ষড়যন্ত্রের মিশন’ ব্যর্থ, মহিউদ্দিন বাচ্চুকে ঠেকাতে পারলেন না মনজুর আলম

মহিউদ্দিন বাচ্চুকে ঠেকানোর মিশনে নগর আওয়ামী লীগ নেতা!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর