রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

মধ্যরাতে চট্টগ্রামে তিনটি ভোটকেন্দ্র দখলের অভিযোগ


ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৭ জানুয়ারি, ২০২৪ ৮:০২ : পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে নৌকার প্রার্থী এম এ লতিফের কর্মী-সমর্থকরা তিনটি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে বন্দর থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ৩৭ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়। এই দুটি স্কুলে দ্বিতীয় তলাসহ তিনটি কেন্দ্র। এখানে রাত ২টার দিকে ঢুকে পড়েন এম এ লতিফের সমর্থক আজিম আর বাবর। বাইরে এই খবর ছড়িয়ে পড়লে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের সমর্থকেরা সেসব কেন্দ্রে গিয়ে জড়ো হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জিয়াউল হক সুমনের প্রধান নির্বাচন সমন্বয়ক এনাম মুনির বলেন, ‘আজিম আর বাবর কেন্দ্র ঢুকে ভোট ডাকাতির চেষ্টা করছিল। খবর পেয়ে আমাদের লোকজন ও পুলিশ গিয়ে তাদের তাড়িয়ে দেন।’

এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ওসি মনজুর কাদের মজুমদার বলেন, ‘কেন্দ্রে বহিরাগত লোক ঢোকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। কেন্দ্রের বাইরে লোকজনের ভিড় দেখে পুলিশ সবাইকে তাড়িয়ে দেয়। জিয়াউল হক সুমনের সমর্থকরা অভিযোগ করেছে, এম এ লতিফের লোকজন কেন্দ্রে ঢুকেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর