রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশের সময় : ৪ জানুয়ারি ২০২৪, ১:৩৯ অপরাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ১৪ দলীয় জোটের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
আজ বৃহস্পতিবার ফটিকছড়িতে তার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, ‘সংবিধান রক্ষার এই নির্বাচনে আমিসহ তরিকত ফেডারেশনের অন্যান্য প্রার্থীগণ ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে আসছি। সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচনী আমেজে আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম ব্যাপকভাবে চালিয়ে আসছি। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়ে ও ফটিকছড়ির সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার নিমিত্তে আমি নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম।’
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ১৪ দলের এই নেতা বলেন, ‘ফটিকছড়ি আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। সরকারের কোনো অসুবিধা হতে পারে-এমন কিছু করতে চাই না। তবে দেশের অন্য আসনগুলোতে তরিকত ফেডারেশনের প্রার্থী থাকবে।’
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকদের এবার সাতটি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। তবে সে তালিকায় এবার চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ঠাঁই পাননি জোটের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি এবার তরিকত ফেডারেশনের প্রার্থী হিসেবে ভোটের মাঠে নেমেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ালেন।
গত ১৫ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডিতে তরিকত ফেডারেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ভালো না। বহির্বিশ্ব চুপচাপ। চুপচাপটা ভালো লক্ষণ না।’
আরও পড়ুন:
বহির্বিশ্ব চুপচাপ, এটা ভালো লক্ষণ না: নজিবুল বশর মাইজভান্ডারী
ছেলের বিরুদ্ধে দুদকের মামলা নিয়ে সরকারকে হুংকার দিলেন নজিবুল বশর