বুধবার, ১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

লিফলেট বিতরণ বিএনপির রহস্যময় কর্মসূচি: ওবায়দুল কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২ জানুয়ারি, ২০২৪ ২:০৪ : অপরাহ্ণ
আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
Rajnitisangbad Facebook Page

বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘লিফলেট বিতরণ বিএনপির রহস্যময় কর্মসূচি। হঠাৎ তারা সশস্ত্র হয়ে উঠতে পারে। তবে তারা যতই বাধা দিক নির্বাচন ঠেকানো যাবে না।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ প্রশ্ন তোলেন তিনি।

৭ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ৭ জানুয়ারির নির্বাচনে মোট ২৮টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। ভোটের প্রচার-প্রচারণা যেভাবে চলছে, তাতে স্পষ্ট যে, এটি একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সুতরাং নির্বাচন থেকে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সংবিধানের কারণে নির্বাচন থেকে পিছিয়ে আসার কোন সুযোগ নেই। যত বাধাই আসুক, যত সন্ত্রাসই হোক, আগুন সন্ত্রাস, লিফলেট বিতরণ করে জনগণকে বিরত করা, কোনোটাই এই নির্বাচন বন্ধ করতে পারবে না।’

আরও পড়ুন: আরও তিন দিনের লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা বিএনপির

ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ড প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ড. ইউনূস আইনের ঊর্ধ্বে নন, আওয়ামী লীগ তাকে সাজা দেয়নি। তাহলে সরকার কেন সমালোচনার মুখে পড়বে?’

আরও পড়ুন: কারাদণ্ডের পর জামিন ড. ইউনূসের, ‘দোষ না করে শাস্তি পেলাম’

ওবায়দুল কাদের বলেন, ‘একজন মানুষ, তার সামাজিক অবস্থান কিংবা তার স্ট্যাটাস কখনও আইনের ঊর্ধ্বে নয়। শাস্তি তাকে (ড. ইউনূসকে) আওয়ামী লীগ দেয়নি। যেসব শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, এটি তাদের করা মামলা। সেই মামলায় আদালত তাকে শাস্তি দিয়েছে। এখানে সরকারের কী করণীয় আছে?’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় পার্টির সঙ্গে সরকারের কোনো টানাপোড়েন নেই। পাঁচজন প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়া মানে দলগতভাবে সরে যাওয়া নয়। যাদের সঙ্গে সমঝোতা হয়েছে তারা তো কেউ সরে যায়নি।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর