বুধবার, ১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

আওয়ামী লীগ মানুষের হৃদয় জয় করে ভোট পায়: শেখ হাসিনা


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০২৪ ৬:০৬ : অপরাহ্ণ
আজ বিকেলে রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখেন দলের সভাপতি শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ মানুষের হৃদয় জয় করে মানুষের ভোট পায়। তাই আমাদের জনগণের ভোট চুরির প্রয়োজন হয় না। তারা (জিয়া-এরশাদ) ভোট চুরি করে, এটা আমার কথা না। হাইকোর্টের রায় আছে, জিয়ার ক্ষমতা দখল অবৈধ, এরশাদের ক্ষমতা দখল অবৈধ।’

আজ সোমবার বিকেল ৫টার দিকে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘তারা নির্বাচন বর্জন করেছে। বর্জন করাটা খুবই স্বাভাবিক। ভোট চুরি করতে পারবে না, নির্বাচন করবে না। কারণ, এরা ভোট চুরি করতে অভ্যস্ত। ক্ষমতা দখল, ভোট চুরি- এ ছাড়া তো আর কিছু পারে না। এজন্যই তো নির্বাচন করতে চায় না।’

আরও পড়ুন: ১৪ ও ১৮ সালের নির্বাচনে ‘ভোট ডাকাতি’ স্বীকার করলেন আ.লীগ নেতা (ভিডিও)

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন নাকি তারা বানচার করবে। মানুষের ভোটের অধিকার আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি। সেই অধিকার কেড়ে নেবে, নির্বাচন বন্ধ করবে- এতো সাহস তাদের নেই। তারা পারবে না।’

আওয়ামী লীগ জনগণের শক্তিতে ও ভোটে বিশ্বাসী জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরাই ভোটাধিকারের জন্য লড়াই করেছি। জিয়াউর রহমান যখন ভোট চুরির জন্য হ্যাঁ-না ভোট করেছিলেন, আওয়ামী লীগ তখন জনগণের ভোটের অধিকার ফিরে দিয়েছে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো এই স্লোগানটিও আমাদের দেওয়া। আমরাই জনগণের হাতে ভোটাধিকার এনে দিয়েছি।’

আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচন ‘ওয়ান ওমেন শো’তে পরিণত হয়েছে

বিএনপি নেতাদের দুর্নীতি ও অনিয়মের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘জিয়াউর রহমান নাকি ভাঙা সুটকেস রেখে গিয়েছিলেন। তা ভাঙা সুটকেস কি জাদুর বাক্স হয়ে গেলো নাকি, যেখান থেকে টাকা বেরোয়?’

লন্ডনে বসবাসরত তারেক রহমানের নির্দেশে বিএনপি দেশে অরাজকতা করছে দাবি করে শেখ হাসিনা বলেন, ‘আগুনসন্ত্রাস করে ভোটের অধিকার কেড়ে নিতে চাওয়া বিএনপিকে ভোটের মাধ্যমে জবাব দেওয়া হবে। ২০১৪ সালে নির্বাচন ঠেকাতে জ্বালাও-পোড়াও করে তারা ব্যর্থ হয়েছিল। এখন আবার নির্বাচন বানচালের চেষ্টা করছে।’

সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘অস্বাভাবিক সরকার হলে তাদের মূল্য বেড়ে যায়। আমরা নাকি তাদের মূল্য বুঝি না। কার কত মূল্য তা মেপে দেখতে হবে।’

জনসভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর