মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

কী বাংলাদেশ বানিয়েছেন আপনি, প্রধানমন্ত্রীকে রিজভী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুহুল কবির রিজভী।

রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর ২০২৩, ৬:১৭ অপরাহ্ণ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের ইশতেহারের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কী বাংলাদেশ বানিয়েছেন আপনি, কথা বলতে গেলে গা ছমছম করে। এটা কি স্মার্ট বাংলাদেশের নমুনা?’

আজ বুধবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এমন মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘এবার ক্ষমতায় গেলে বাংলাদেশ নাকি স্মার্ট বাংলাদেশ হবে। কত দিন থেকে কত গালভরা বুলি আমরা শুনছি! আর কত ব্যাংক লুট করলে স্মার্ট বাংলাদেশ হবে, আর কত বেগমপাড়া করলে, বিদেশে সেকেন্ড হোম করলে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।’

এ বিএনপি নেতা বলেন, ‘এই নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ নেই। সেই ধরনের একটি প্রহসনের নির্বাচন করার জন্য তিনি (প্রধানমন্ত্রী) খুব তোড়জোড় করছেন। নিজে নিজেই একটি ইশতেহার দলের পক্ষ থেকে পাঠ করেছেন। আওয়ামী লীগ নৌকা প্রতীকে আর যারা স্বতন্ত্র প্রার্থী, তারাও তো আওয়ামী লীগের। এই নির্বাচনী ইশতেহার পাঠ করা, সাধারণ মানুষ এটাকে দেখছে সার্কাসের জোকারের তামাশার মতো।’

আরও পড়ুন: আ.লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা, বিএনপির সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডের তুলনা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর