রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয় পার্টি

জি এম কাদেরকে হত্যার হুমকি


জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৯ ডিসেম্বর, ২০২৩ ১২:৪৪ : অপরাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় হত্যার হুমকি পেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

গতকাল সোমবার রাতে তার হোয়াটসঅ্যাপে হুমকি দিয়ে একটি বার্তা পাঠানো হয়। এর আগে গত ১৪ ডিসেম্বর এই নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয়েছিল।

জি এম কাদের একটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গত সোমবার হোয়াটসঅ্যাপে দেওয়া হুমকিতে জি এম কাদেরকে বলা হয়ে, ‘ঢাকা ১৮’তে এবং রংপুরে আশা করি সাবধানতার সাথে প্রচার কার্য চালাবেন। হয়তোবা নির্বাচনের আগেই আপনার স্ত্রী এবং আপনার সাথে আজরাইলের দেখা হতে পারে। তবে নির্বাচন থেকে সরে আসলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে। ২৭৪টি আসনে জয়ী করে দেবার শর্তে মাত্র ২৬টি আসনে জয়ী হয়ে দেশটাকে কারাগার বানানোর পরিণাম মোটেও ভালো হবে না। আমরা আর্মি থেকে প্রশিক্ষিত।’

এর আগে গত ১৪ ডিসেম্বর জি এম কাদেরকে সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেছিলেন তার ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান।

জিডিতে উল্লেখ করা হয়, ‘অজ্ঞাতনামা ব্যক্তির ফোন নম্বর +৩৫১*** থেকে গত ১৩ ডিসেম্বর রাত ৪টায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি’র ফোন নম্বর ০১৬১১*** তে মেসেজ প্রদানের মাধ্যমে মাননীয় চেয়ারম্যানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করে নির্বাচনকে সফল করার প্রয়াস থেকে বিরত থাকার জন্য বিভিন্ন প্রকার হুমকি প্রদান করা হয়। উক্ত ব্যক্তির কথামত নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত না থাকলে মাননীয় চেয়ারম্যান মহোদয়সহ তার পরিবার ও আত্মীয়স্বজনদেরকে প্রাণনাশ করা হবে। এমতবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান, তার পরিবার-পরিজন ও আত্মীয়স্বজন জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন জি এম কাদের।

আরও পড়ুন: চুপচাপ জি এম কাদের, নানা রহস্য

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর