রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

নির্বাচনের ফল নির্ধারণ হয়ে গেছে, ৭ জানুয়ারি ঘোষণা হবে: মঈন খান


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৪ ডিসেম্বর, ২০২৩ ১০:৪৪ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘৭ জানুয়ারি কোনো নির্বাচন হচ্ছে না। ঢাকা থেকেই ফল নির্ধারণ করা হয়ে গেছে। ওই দিন শুধু ফল ঘোষণা করা হবে।’

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ড. মঈন খান সাংবাদিকদের বলেন, ‘এবার যা হচ্ছে তা নির্বাচন নয়, এটা বানরের পিঠা ভাগাভাগি। সেই কাজগুলো আপনারা (সরকার) প্রকাশ্য করছেন। আপনারা জাতিকে কলঙ্কিত করেছেন। যে দেশ গণতন্ত্রের জন্য স্বাধীন করা হয়েছিল, সে দেশে এমন প্রহসনের নির্বাচন চলতে পারে না।’

এ বিএনপি নেতা বলেন, ‘এই সরকার বছরের পর বছর ক্ষমতা আকড়ে ধরে রেখেছে। এরপরও তারা কেনো সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে আসতে ভয় পায়? আমরা তাদের (সরকার) আমন্ত্রণ জানাবো, আপনারা সমস্ত বিধি-নিষেধ, নিয়ম-কানুন, হুমকি-ধামকি এবং মামলা হামলা ছেড়ে দিয়ে জনগণের মুখোমুখি হোন। দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিন। আপনারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আসুন। সেই নির্বাচনে জয়লাভ করলে আমি সর্বপ্রথম আপনাদের অভিনন্দন জানাবো। কিন্তু দেশের বাস্তবতা আজকে ভিন্ন। সেই বাস্তবতায় আপনারা মানুষকে ভয় পান। মানুষের ভোটকে ভয় পান। সেজন্য আজকে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে আপনারা ভোট ভাগাভাগি নিয়ে ব্যস্ত।’

আজকে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাবনতচিত্তে পুষ্পমাল্য অপর্ণ করা হয়েছে জানিয়ে মঈন খান বলেন, ‘আজকে দু:খের সঙ্গে বলতে হয় স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে এসে যেখানে দাঁড়িয়েছি, সেখানে আমরা একই ঘটনা দেখছি। যেখানে মানুষের কখা বলার স্বাধীনতা নাই। যেখানে মানুষের ভোটের অধিকার নেই এবং এখানে গণতন্ত্র নেই।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, জলবায়ুবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর