রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৩ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৩ : অপরাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তার মনোনয়ন অবৈধ ঘোষণা করতে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী কুমার মন্ডল।
আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ঋণখেলাপির দায়ে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
তবে ইসির এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারবেন এনামুল হক বাবুল।
এর আগে রিটার্নিং কর্মকর্তা এনামুলের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন।
উল্লেখ্য যে, একই আসনের স্বতন্ত্র প্রার্থী সুকৃতি কুমার মন্ডল যশোর-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে আপিল করেছিলেন।
এছাড়া এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে এই আসনের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রনজিত কুমার রায় আপিল করেছিলেন।
আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে চলছে আপিল নিষ্পত্তির কাজ। ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১৮ ডিসেম্বর প্রতীক নিয়ে প্রার্থীরা ৫ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন।