রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১০ ডিসেম্বর, ২০২৩ ৪:০১ : অপরাহ্ণ
সরকার পতনের একদফা দাবিতে আবার অবরোধ ডেকেছে বিএনপি। সোমবার বিরতি দিয়ে আগামী মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
আজ রোববার দুপুরে ভার্চুয়ালি প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী জানান, বিএনপির আন্দোলনের কর্মসূচি চলতেই থাকবে।
রিজভী অভিযোগ করেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচন তাদের মতো করে করার জন্য চেষ্টা করছে সরকার। এর অংশ হিসেবে গণহারের গ্রেপ্তার চলছে। নির্যাতন-নিপীড়ন চলছে।
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে ও সরকার পতনের এক দফা দাবিতে এ পর্যন্ত দশ দফায় ১৯ দিন অবরোধ ও চারদিন হরতাল পালন করে বিএনপি, জামায়াত ও সমমনা জোট।