রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৪ ডিসেম্বর, ২০২৩ ৯:৪৪ : পূর্বাহ্ণ
চট্টগ্রাম নগরীর আকবরশাহ, ডবলমুরিং ও দামপাড়া এলাকায় আলাদা আলাদা স্থানে দুটি বাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি যাত্রীবাহী দ্বিতল বাস রয়েছে। এ সময় বাসটি চালক আহত হয়েছেন।
গতকাল রোববার রাত ৯টা থেকে ১১টার মধ্যে এসব গাড়িতে আলাদাভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সিএমপির পশ্চিম জোনের ডিসি নিহাদ আদনান জানান, আকবর শাহের গোরস্তান এলাকায় রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে দুর্বৃত্তরা লুসাই পরিবহনের একটি বাসে ও ডবলমুরিং এলাকার পিবিআই সদর দপ্তরের কাছে সিটি করপোরেশনের একটি দাঁড়িয়ে থাকা বর্জ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, ‘দামপাড়া বাস কাউন্টার এলাকায় রাত সাড়ে ১০টার পর রিলাক্স পরিবহনের ঢাকাগামী একটি দ্বিতল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এতে বাসটির আংশিক পুড়ে যায়। এ ঘটনায় চালক আহত হন।