মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ | ২০ কার্তিক, ১৪৩১ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

বিএনপি ছাড়া নির্বাচন একতরফা হবে কেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩ ডিসেম্বর, ২০২৩ ৫:২৭ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের। ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেছেন, ‘বিএনপি ছাড়া নির্বাচন অশুদ্ধ হয়ে যাবে, একতরফা হয়ে যাবে কেন?’

আজ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ প্রশ্ন রাখেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির অনেকেই নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে চান। তার প্রমাণ, তাদের দলের অনেকে নির্বাচনে অংশ নিচ্ছেন, শুধু শমশের মুবিন, তৈমুর আলম খন্দকার নন, জেনারেল ইবরাহিম বীর প্রতীক সাহেবের মতো অনেকেই আসবেন ধারণা ছিলেন। আজকে অনেকেরই শুভবুদ্ধির উদয় হয়েছে।’

লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতি করার সাহস থাকলে তারেক রহমানকে রাজপথে এসে চ্যালেঞ্জ মোকাবিলা করার আহ্বান জানাই।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি এখন চোরাগোপ্তা হামলা ও আন্দোলন করার জন্য মানুষ খুঁজে পাচ্ছে না। ভাড়া করা লোক নিয়ে রাজনীতি হয় না। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বিএনপি। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়।’

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে তাদের জটিকা মিছিল করতে হয় অন্ধকারে। কুয়াশার মধ্যে হঠাৎ করে গুহা থেকে বেরিয়ে, শুরু করে দেয় মিছিল, কিছুক্ষণ পর আর নাই। পুলিশ দেখলে আবার চলে যায়। এদের বুকে সাহস নেই।’

দলীয় স্বতন্ত্র প্রার্থীদের বহিষ্কারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা কি দলের পক্ষ থেকে বলেছি যে যারা স্বতন্ত্র নির্বাচন করবেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে? এই সিদ্ধান্ত আওয়ামী লীগে এখনো হয়নি।’

মন্তব্য করুন


আরও খবর