বিশ্বকাপ ব্যর্থতা ঢাকতে প্রয়োজন ছিল মাঠের পারফরম্যান্স। ফরম্যাট যেমনই হোক একটি জয় এনে দিতে পারে স্বস্তি। স্বস্তির সেই জয়ের দেখা পেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাটে-বলে দুর্দান্ত দাপট দেখিয়ে সিলেট টেস্টে স্বাগতিকরা পায় ১৫০ রানের জয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল শুক্রবার শেষ বিকেলে বাংলাদেশি বোলারদের যে দাপট ছিল, সেটি অব্যাহত থাকে আজ সকালেও। ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা কিউইরা গুটিয়ে যায় ১৮১ রানে
গতকাল নিউজিল্যান্ড দিন শেষ করে সাত উইকেটে ১১৩ রানে। জিততে হলে আজ শেষ দিনে কিউইদের করতে হতো ২১৯ রান। একমাত্র ব্যাটার হিসেবে ক্রিজে ছিলেন ডেরিল মিচেল। ৫৮ রানে নাঈম হাসানের বলে তাইজুলের ক্যাচে পরিণত হন মিচেল। তাতেই ভাঙে কিউইদের প্রতিরোধ। বাংলাদেশের জয়ের পথ আরও সহজ হয়।
শেষ দিকে কিউই অধিনায়ক টিম সাউদি ২৪ বলে ৩৪ রান করে দ্রুতই রান এগিয়ে নিতে চেয়েছিলেন। তাকে থামান তাইজুল ইসলাম। পরিণত করেন জাকির হাসানের ক্যাচে। ইশ সোধিকেও জাকিরের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে জয়ের উল্লাসে মাতান তাইজুল।
ইনিংসে ৭৫ রান দিয়ে ছয় উইকেট শিকার করেন তাইজুল। দুই উইকেট পান নাঈম।
এর আগে সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৩১০ রান। জবাবে কিউইদের বেশিদূর যেতে দেয়নি বাংলাদেশ। ৩১৭ রানে থামায় তাদের। সাত রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। শান্তর সেঞ্চুরিতে ৩৩৮ রান করে স্বাগতিকরা। লিড পায় ৩৩১ রানের। জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন দাঁড়ায় ৩৩২ রান। সেই রান তাড়া করতে নেমে ১৮১ রানেই আত্মসমর্পণ করে কিউইরা।
প্রথম ইনিংসে চার উইকেট নেন তাইজুল। ম্যাচে তার শিকার ১০ উইকেট।
নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই ঘরের মাঠে বাংলাদেশের প্রথম জয়। এর আগে ২০১৩-১৪ মৌসুমে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটোই ড্র করেছিল বাংলাদেশ। তাদের বিপক্ষে একমাত্র জয়টি ২০২১-২২ মৌসুমে, কিউইদের মাটিতে।
সংক্ষিপ্ত স্কোর
প্রথম ইনিংস বাংলাদেশ: ৮৫.১ ওভারে ৩১০/১০
প্রথম ইনিংস নিউজিল্যান্ড: ১০১.৫ ওভারে ৩১৭/১০
দ্বিতীয় ইনিংস বাংলাদেশ: ১০০.৪ ওভারে ৩৩৮/১০। (জয় ৮, জাকির ১৭, শান্ত ১০৫, মমিনুল ৪০, মুশফিক ৬৭, দিপু ১৮, মিরাজ ৫০*, সোহান ১০, নাঈম ৪, তাইজুল ০, শরিফুল ১০; সাউদি ১৫-৩-৩৩-১, জেমিসন ১৩-৩-২৫-০, প্যাটেল ৩৬.৪-১-১৪৮-৪, ফিলিপস ১৬-৪-৪৭-১, সোধি ১৯-২-৭৪-২, মিচেল ১-০-২-০)
দ্বিতীয় ইনিংস নিউজিল্যান্ড: ৭১.১ ওভারে ১৮১/১০। (লাথাম ০, কনওয়ে ২২, উইলিয়ামসন ১১, নিকোলস ২, মিচেল ৫৮, টম ৬, ফিলিপস ১২, জেমিসন ৯, সোধি ১২, সাউদি ৩৪, প্যাটেল ০*; শরিফুল ৬-২-১৩-১, মিরাজ ১৫-৪-৪৪-১, তাইজুল ৩১.১-৮-৭৫-৬, নাঈম ১৭-৩-৪০-২, মমিনুল ২-০-৫-০)
ফল: বাংলাদেশ ১৫০ রানে জয়ী