রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ নভেম্বর, ২০২৩ ৭:১৭ : অপরাহ্ণ
মাত্র তিন দিনের ব্যবধানে স্বর্ণের দাম আরেক দফা বেড়ে দেশের ইতিহাসে নতুন রেকর্ড ছুঁয়েছে। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম আরও ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এই ক্যাটাগরির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকায় দাঁড়িয়েছে।
এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে দামে নতুন রেকর্ড গড়লো স্বর্ণ।
আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করে।
এর আগে গত ২৬ নভেম্বর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছিল। এরপরস্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।
আগামীকাল বৃহস্পতিবার থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৪ হাজার ৪৬০ টাকা ও ১৮ ক্যারেটের দাম ৮৯ হাজার ৯২৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৭৪ হাজার ৯৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন মূল্য তালিকায় সোনা বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।
রুপার দাম অপরিবর্তিত
ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।