বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা অন্যান্য দল

রাজনীতির মাঠে সরকার কোরবানির হাট বসিয়েছে: নুর


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২২ নভেম্বর, ২০২৩ ৬:১৪ : অপরাহ্ণ
আজ রাজধানীতে অবরোধের সমর্থনে গণঅধিকার পরিষদের মিছিল শেষে বক্তব্য রাখেন দলটির সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রাজনীতির মাঠে সরকার কোরবানির হাট বসিয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, ‘প্রধান বিরোধী দলের ২০ হাজার নেতাকর্মীদের জেলে রেখে তারা (সরকার) নির্বাচনের উৎসব ও খেলা করছে। রাজনীতির মাঠে আজ কোরবানির হাট বসিয়েছে। এই কোরবানির হাটে রাজনীতিবিদরা গরু-ছাগলের মত বিক্রি হচ্ছে।’

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় রাজধানীতে অবরোধের সমর্থনে গণঅধিকার পরিষদের মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিছিলটি পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়, নাইটিংগেল মোড় বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয়নগর পানিরট্যাংকির মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুর বলেন, ‘এই সরকারের অধীনে নির্বাচন হবে না। তারা সুপরিকল্পিত হয়ে ২০১৪ আর ২০১৮ সালে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। আজকে জনগণের ভোটের অধিকার ও নির্বাচনের পরিবেশ নাই। বিরোধী দলের কার্যালয় পুলিশ তালাবদ্ধ করে রেখেছে।’

সাবেক ডাকসু ভিপি বলেন, ‘গণঅধিকার পরিষদ জন্মলগ্ন থেকেই বলেছে, দলীয় সরকারের অধীনে কোন সাজানো ও পাতানো প্রহসনের নির্বাচনে যাবে না। আমাদের উপর নির্যাতন করেছে। তারপরেও আমরা এই ফ্যাসিবাদের কাছে মাথানত করি নাই। আমাদের এই লড়াই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াই। এই লড়াই দেশের অস্তিত্ব রক্ষার লড়াই। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।’

নুর বলেন, ‘আজকে এই ফ্যাসিবাদের দোসরদেরকে প্রতিহত করতে হবে। যারা এই গণতন্ত্রের জন্য লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হবে, আগামীতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেয়া হবে।’

আরও পড়ুন:

২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় পার্টির ইউটার্ন, নির্বাচনে যাওয়ার ঘোষণা

হঠাৎ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন সৈয়দ ইবরাহিম

মিছিলেন উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, আনিসুর রহমান মুন্না, যুব পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক মুনজাজুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, গণঅধিকার পরিষদ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুুর রহিম, দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর